Posts

Showing posts from April, 2024

ভারতবর্ষ থেকে কংগ্রেসের নাম মুছে গেছে, বলে দাবি বিজেপি বিধায়ক বিজয় মালাকারের।

Image
লোকসভা নির্বাচনের তোরজোড় প্রস্তুতি চলছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়া বড়ুয়ালা জিপির নয়াগ্রাম জগন্নাথ মহাপ্রভু আঁখড়ায় করিমগঞ্জ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিধায়ক বিজয় মালাকার উপস্থিত হয়ে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উক্ত সভায় কংগ্রেস দলের আফতাব উদ্দিন, আব্দুল হান্নান, ফারুক আহমেদ, আইনুল হক, ইসলাম উদ্দিন সহ শতাধিক কংগ্রেস কর্মী নিজের পুরনো দলকে ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ-সভাপতি অমৃত পাল, রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিশ্বতোষ সেন, সহ-সভাপতিদ্বয় নুপুর সাহা ও শঙ্কর পাল, মন্ডল সাধারণ সম্পাদকদ্বয় সন্দীপ দত্ত ও প্রীতম পাল, রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আশীষ নাথ, এস সি মোর্চার জেলা সম্পাদক হীরন্ময় রায়, শক্তিকেন্দ্র প্রমুখ যশবন্ত কান্তি দাস ও গৌতম চন্দ, বুথ সভাপতি জীবেশ্বর নাথ ও শশাঙ্ক রায়, বিশিষ্ঠ নাগরিক ব্রজমোহন সিনহা, সুখময় শর্মা...