মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা।

বিউরো রিপোর্ট, এবি নিউজ, ১৮ ফেব্রুয়ারি:-
মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শুধু মানবতার কল্যাণকেই অগ্রাধিকার দিয়েছিলেন। অমিত সাহা বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। কারণ তিনি এমন একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গ, স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন। সত্যিকারের মানবতার ভক্ত আচার্য বিদ্যাসাগর জি মহারাজের মৃত্যু উনার জন্য ব্যক্তিগত ক্ষতি। তিনি নিঃস্বার্থভাবে বিশ্বজগতের কল্যাণ এবং প্রতিটি ব্যক্তির কল্যাণের জন্য তাঁর সংকল্পে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। বিদ্যাসাগর জি মহারাজ একজন আচার্য, যোগী, চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজসেবক হিসেবে এই সমস্ত ভূমিকায় সমাজকে পরিচালনা করেছিলেন। বাইরে থেকে তিনি ছিলেন সহজ-সরল, সরল এবং কোমল, কিন্তু ভিতর থেকে তিনি বজ্রপাতের মতো কঠোর অন্বেষণকারী ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্রদের কল্যাণের কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে একই সঙ্গে মানবতার সেবা ও সাংস্কৃতিক সচেতনতা করা যায়। আচার্য বিদ্যাসাগর জি মহারাজের জীবন ভবিষ্যৎ প্রজন্মকে মেরু নক্ষত্রের মতো পথ দেখাতে থাকবে যুগ যুগ ধরে।  তিনি তার সকল অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

Popular posts from this blog

দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২৭ মার্চ

১১ মে সকাল ৮ টা থেকে করিমগঞ্জ কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা: কাউন্টিং এজেন্টেদের জন্য এক নির্দেশনা