১ মার্চ রামকৃষ্ণনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক রির্পোট, এবি নিউজ, ১৮ ফেব্রুয়ারি:-

আগামী ১ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের স্বপ্নের মেডিকেল কলেজের ভূমি পূজোন করতে আসছেন, তৎসঙ্গে রাতাবাড়ি
বিধানসভা কেন্দ্রের আরো কিছু উন্নয়নমূলক প্রকল্পের শুভ শিলন্যাস করবেন। সেই ১৭ ফেব্রুয়ারি শনিবার করিমগঞ্জ জেলার ADC মিনার্ভা দেবী এবং স্বাস্থ্য বিভাগের DPM হানিফ আহমেদকে সাথে নিয়ে রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করেন কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বিজয় জানান যে, মুখ্যমন্ত্রী ভুমি পূজা করে মেডিকেল কলেজের কাজের শুভারম্ভ করবেন। তৎসঙ্গে এই বিধানসভা কেন্দ্রের আরো কয়েকটি প্রকল্পের শুভ শিলান্যাস করবেন। বিধায়ক রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের নিকট অনুরোধ রাখেন যে, ১ মার্চ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য সবাই রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ওই ভুমি পূজোনের স্থানে উপস্থিত থাকতে। কারণ একমাত্র মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হতে চলছে। তিনি আরো জানান যে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ নজর রয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দিকে। কিভাবে এই বিধানসভা কেন্দ্রর উন্নয়ন করা যায়। শনবিল অঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্প, শনবিল কে পর্যটক কেন্দ্র করে তোলা, আসাম মালার অন্তর্গত সড়ক পথ গড়ে তোলা, রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকায় মহিলা কলেজ নির্মাণ, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের পাশেই আইটিআই ভবন নির্মাণ, রামকৃষ্ণনগরে এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম হল, মেডিকেলর পাশেই হচ্ছে খেলার বিশাল মাঠ সহ আরো অসংখ্য উন্নয়ন মূলক কাজ। বিজেপি সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই নীতি নিয়েই কাজ করে চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে বিজেপি দলের প্রত্যেক নেতা, মন্ত্রী ও কর্মকর্তারা একনিষ্ঠ ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে চলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্যের জনগণের উন্নয়ন স্বার্থে কাজ করে চলছেন, তা মুখে বলতে হবেনা না। কারণ রাজ্যের উন্নয়ন রাজ্যের জনগণ দেখতে পাচ্ছেন। বিধায়ক বিজয় আবারও রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক জনগণকে ১ মার্চ রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ভূমি পূজোনের স্থানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অনুরোধ রাখেন

Comments

Popular posts from this blog

দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২৭ মার্চ

১১ মে সকাল ৮ টা থেকে করিমগঞ্জ কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা: কাউন্টিং এজেন্টেদের জন্য এক নির্দেশনা

মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা।