দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২৭ মার্চ
দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী বৈধ প্রার্থীদের আগামী ২৭ মার্চ, সকাল ১০টায় দুল্লভছড়া আইসিডিএস প্রকল্প আধিকারিকের কার্যালয়ে প্রকল্প পর্যায়ের বাছাই কমিটির দ্বারা গঠিত সাক্ষাৎকার বোর্ডের সম্মুখে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। এতে প্রার্থীদের তাদের প্রয়োজনীয় নথিপত্র, সার্টিফিকেট ইত্যাদির মূল কপি সঙ্গে নিয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোন কল লেটার ইস্যু করা হবে না বলে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।
Follow AB News বাংলা
ReplyDelete