রামকৃষ্ণনগর সম জেলার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার নির্ঘন্ট প্রার্থীদের জন্য সূচনা

জনসংযোগ শ্রীভূমি 
পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা উপলক্ষে রামকৃষ্ণনগরের সম জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি যোগে সম জেলার অন্তর্গত ৪টি জেলা পরিষদ এবং ওই সকল জেলা পরিষদের আওতাধীন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গণনা ১১মে, রবিবার সকাল ৮টা থেকে রামকৃষ্ণনগর কলেজের ৪টি কক্ষে অনুষ্ঠিত হবে বলে সব প্রার্থীদের জানিয়ে দিয়েছেন। এতে জানানো হয়েছে যে, সম জেলার ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজে ৪টি কক্ষের প্রতিটিতে ১০টি টেবিলে করা হবে। এর মধ্যে ৯ নম্বর আনিপুর জেলা পরিষদের ভোট গণনা ১ নম্বর কক্ষে, কলেজ অডিটোরিয়ামে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১০ নম্বর ভৈরব নগর জেলা পরিষদের ভোট গণনা ২ নম্বর কক্ষে, কলেজ অডিটোরিয়ামে ৮টি রাউন্ডে করা হবে। এদিকে ১১ নম্বর চেরাগি জেলা পরিষদের ভোট গণনা ১০ নম্বর কক্ষে, ৫ রাউন্ডে সম্পন্ন করা হবে। এছাড়া ১২ নম্বর দুল্লভছড়া জেলা পরিষদের ভোট গণনা ৩ নম্বর কক্ষে কলেজ অডিটোরিয়ামে ৪টি রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে সম জেলা আয়ুক্ত সব প্রার্থী বা তাদের অনুমোদিত কাউন্টিং এজেন্টদের  রামকৃষ্ণনগর কলেজে ভোট গণনার দিন অর্থাৎ ১১ মে সকাল সাড়ে ৭টায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। যেহেতু ভোট গণনা সকাল ঠিক ৮টায় শুরু হবে এবং গণনা চলাকালীন প্রবেশ নিষিদ্ধ থাকবে তাই সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Comments

Popular posts from this blog

দুল্লভছড়া আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার ২৭ মার্চ

১১ মে সকাল ৮ টা থেকে করিমগঞ্জ কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা: কাউন্টিং এজেন্টেদের জন্য এক নির্দেশনা

মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা।